শ্রীপর্ণা প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক এবং কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কিছুদিন সরকারী স্কুলে শিক্ষকতা, তারপর রবীন্দ্রসাহিত্য বিষয়ে পি এইচ ডি করেন। বিষয় ছিল "রবীন্দ্রনাথের কবিতাগল্পের শৈলীবিশ্লেষণ"। শ্রীপর্ণার বেড়ে ওঠা হাওড়াতে, এখন থাকেন শান্তিনিকেতনে। প্রবন্ধ ছাড়াও কবিতা লেখেন নিয়মিত। প্রকাশিত কাব্যগ্রন্থ 'চন্দন কাঠের বাক্স', 'লবণাক্ত অক্ষরমালা'।