না-শরীরী কাহন - নিকোলাই গোগোলের ‘ডেড সোলস' এর নাট্যরূপ - ৯
- 07 December, 2025
- লেখক: বিপ্লব বিশ্বাস
দ্বিতীয় অঙ্ক : দ্বিতীয় দৃশ্য
–----------------------------------------------
( গভর্নরের ভোজসভা)
প্রেসিডেন্ট : প্যাভেল ইভানোভিচ, আমাদের মধ্যে কেউ কেউ শুনে তো অবাক হচ্ছে। কীভাবে আপনি ভূমিহীন এতজন ভূমিদাস কিনলেন? আপনি কি ওদের পুনর্বাসন দিতে চান? উপনিবেশ গড়তে চান?
চিচিকভ : ঠিক তাই। নতুন এক উপনিবেশ।
গভর্নর : কোথায়, জানতে পারি?
চিচিকভ : খেরশান প্রদেশে।
গভর্নর : বাঃ, দারুণ জায়গা! খেরশান!
প্রেসিডেন্ট : আশ্চর্য জায়গা! সুন্দর ঘাসে মোড়া। তাই না?
পোস্টমাস্টার : সেখানে কি আপনি যথেষ্ট জায়গা পাবেন?
চিচিকভ : সেখানে যে জায়গা আমার আছে তা আমার কেনা চাষিদের পক্ষে যথেষ্ট।
পুলিশকর্তা: ওখানে কোনও নদী আছে আপনার?
পোস্টমাস্টার : বা কোনও পুকুর? আমি সব সময় একটি পুকুরই চেয়েছিলাম।
চিচিকভ : নদী শুধু নয়, মি. পোস্টমাস্টার, একটি পুকুরও আছে। আমার মাথায় নানারকম উন্নয়নের ছক আঁটা আছে… যেমন ধরুন, পরপর বিভিন্ন ফসলের আবাদ…
সবাকেভিচ : মি. চিচিকভ, সমবেত ভদ্রমহোদয়গণের সামনে আপনি বলছেন না কেন, আপনি কী জাতীয় সম্পত্তি কিনেছেন? অন্ততপক্ষে আমার কাছ থেকে? কেমন মানুষ সব। খাঁটি সোনা! তাই বা কেন? আমি তো আমার সবচেয়ে দক্ষ ঘোড়া -গাড়ির মিস্ত্রিকেও ওর কাছে বেচেছি।
প্রেসিডেন্ট : মিচিয়েভ! না, না, তা হতে পারে না। ওকে চিনি। দারুণ কারিগর। আমার গাড়ি একবার করে দিয়েছিল। ফার্স্ট ক্লাস। আচ্ছা, একটু থামুন তো। আমার যদ্দুর মনে পড়ছে, আপনি বলেছিলেন, ও মারা গেছে।
সবাকেভিচ : মিচিয়েভ? মারা গেছে! না, না। মারা গেছে ওর ভাই। একই নামে নাম। এ তো জলজ্যান্ত বেঁচে ; শরীর - স্বাস্থ্য এখন আগের থেকেও চনমনে, বুঝলেন?
গভর্নর : হ্যাঁ, মিচিয়েভ দারুণ কারিগরই বটে।
পুলিশকর্তা: এইসব গপ্পো- সপ্পো খারাপ লাগছে না বটে। কিন্তু মহামান্য, এটা তো ঠিক যে চিচিকভের এই নতুন কেনা ভূমিদাসের দল চোর আর মোদো -মাতাল ছাড়া কিছু নয়?
চিচিকভ : এ কী বলছেন? তারা শান্ত, ঠান্ডা স্বভাবের মানুষ সব।
সবাকেভিচ : খুবই শান্ত, খুবই ঠান্ডা।
পুলিশকর্তা : শুনুন, শুনুন। কোনও জোতদারই জ্ঞানত তার ভালো চাষিদের সহজে বেচবে না। সুতরাং ও-ই বা তা করবে কেন? তাই প্যাভেল ইভানোভিচ যে সব চাষিদের কিনেছে তারা অবধারিত খেরশান প্রদেশে পৌঁছে অসভ্যের মতো চিৎকার জুড়বে, মাতলামি করবে আর ওদের গা থেকে ভোঁটকা গন্ধ বেরুবে। এমন করতে করতে তারা মালিকের বিরুদ্ধে বিদ্রোহ জুড়ে দেবে। বেচারা চিচিকভের বিশাল বাড়িটা পুড়িয়ে দেবে আর…
সবাকেভিচ : আর কী? আমার মিচিয়েভ মদ গিলে মাতলামি করবে? কখখনো না। আমি হলফ করে বলতে পারি ও এসব করবে না। বিদ্রোহও করবে না। নেভার।
পুলিশকর্তা : ঠিকাছে, আমরা দেখছি; কিন্তু এখন মনে হচ্ছে মহামহিম গভর্নর সাহেব এই বিষয়ে কিছু বলতে চান।
সকলে : হ্যাঁ, হ্যাঁ, শুনুন সবাই, উনি কিছু বলবেন।
গভর্নর : ভদ্রমহোদয়গণ, আমাকে এই ঠুনকো ঝগড়াটা মেটাতে দিন - একজন খাঁটি রুশ যে কোনও বিষয়ের মোকাবিলা করতে সক্ষম আর সে যে কোনও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতেও যথেষ্ট সমর্থ। ( সকলেই একবাক্যে এই কথা সমর্থন করে ও পানপর্ব শুরু করতে যায়। প্রেসিডেন্ট সকলকেই বসিয়ে দেয় কেননা গভর্নর আরও কিছু বলতে চান)
গভর্নর : আর তাই…তাই… আমি সম্পূর্ণ সহমত যে মি. চিচিকভের নতুন কেনা ভূমিদাসেরা সব এক একটা মাতাল।
পুলিশকর্তা : ( এই মন্তব্যে তৃপ্ত হয়ে) শুনুন, শুনুন…!
গভর্নর : তারা সব মাতাল বটে, কিন্তু আপনাদের এটা ভাবতে হবে যে এই গল্পের একটি নীতিকথা আছে আর তা যেখানে আছে সেখানে কি নীতির প্রশ্ন জড়িত নেই? খেরশান জেলার মাটি সত্যিই ভালো আর উর্বর। আর তাই আমি এই বলে শেষ করতে চাই যে যদিও আমার এই সহৃদয় বন্ধু প্যাভেল ইভানোভিচের দাস- চাষিরা বর্তমানে পুরোপুরি অপকর্মে লিপ্ত, নতুন জায়গায় বসতি স্থাপিত হলে এরা অবশ্যই আদর্শ প্রজায় পরিণত হবে। অবশ্যই হবে। আমাদের চারপাশে এমনকি ইতিহাসের পাতায় এর ভূরিভূরি উদাহরণ আছে। প্যাভেল ইভানোভিচ চিচিকভ তার কাঁধে এক পবিত্র দায়িত্ব তুলে নিয়েছে। সে অবশ্যই তার দাস- চাষিদের কাছে পিতা হিসেবে প্রতিপন্ন হবে - আলোর দিশারি হয়ে পথ দেখাবে - আঃ, দারুণ এক শিক্ষা- সংস্কার। এই মেজাজেই আমি এখন খেরশানের নতুন জোতদারের স্বাস্থ্যপান করব। হুররে…!
সকলে: হুররে…হুররে…
( চিচিকভ দাঁড়িয়ে ও পরে মাথা নুইয়ে সকলকে ধন্যবাদ জানায়। এবারে বিদায় নেওয়া শ্রেয় ভেবে সে যেতে উদ্যত হয়)
প্রেসিডেন্ট : না,না, থামুন। আমরা খেরশানের নতুন জোতদারের ভাবী সুন্দরী বউয়ের স্বাস্থ্যপান করব। ( জোর হাততালি আর স্বাস্থ্যপানের হিড়িক পড়ে যায়। চিচিকভ কোনওমতে বেরিয়ে যেতে চেষ্টা করে)
চিচিকভ : ভালো কথা। এভাবে আমাকে লজ্জা দেবার কোনও মানেই হয় না, বন্ধুগণ। মোটের ওপর এ পৃথিবীতে বিয়েটা খুবই খারাপ ব্যাপার কিছু নয়। তবে সমস্যা একটাই - ভালো পাত্রী পাওয়া।
পোস্টমাস্টার : অবশ্যই তা জুটে যাবে। আমরা আপনার বিয়ের ব্যবস্থা করেই ছাড়ব।
সকলে : ( সোফিয়া আর আনা বাদে) আপনার পাত্রী মিলবে, অবশ্যই মিলবে। আমরাই দেখে দেব।
( সমস্বরে চিচিকভের নাম উচ্চারণ। ওদিকে স্বাভাবিকের চাইতে বেশি মাত্রায় মাতলামি করতে করতে নজদ্রেভ প্রবেশ করে। কয়েক পা দূরে মিঝুয়েভ)
নজদ্রেভ : মহামহিম, আমার একটু দেরিই হয়ে গেল। যথারীতি। আমায় ক্ষমা করবেন… এই আমার শ্যালক মিঝুয়েভ ( থেমে পিছন পানে তাকাতে থাকে। চিচিকভ পিছলে পালাতে চেষ্টা করে) দেখুন! খেরশানের নতুন জোতদারকে দেখুন! আরিব্বাস! খেরশানের জমিদার! ভালো, খুব ভালো। উনি মরা মানুষদের নিয়ে তড়িঘড়ি ব্যাবসা ফেঁদেছেন ( চারদিক নিশ্চুপ)। কিন্তু তিনি সম্ভবত এটাই বলতে ভুলে গেছেন যে তিনি মরা আত্মা কেনেন আর আরও মরুক, এটাই চান। এই ওঁর একমাত্র কাজ( চুপ) - ঈশ্বরের নামে দিব্যি কেটে বলতে পারি। শোন, চিচি…স্কুলে ওকে এই নামেই ডাকতাম। চিচি, আমরা এখানে সবাই বন্ধু আর উনি মহামহিম। আমি ওকে এক্ষুনি বাঁধব, মহামহিম, যাতে আর না দেরি হয়ে যায়। তারপর গাছের একটা শক্ত ডাল খুঁজে… ও ঠকাতে চেষ্টা করেছিল, চেকার খেলতে গিয়ে। মহামহিম শুনুন, আমি খেলায় জিতছিলাম, কিন্তু ও যখন বলল, “ আমাকে তোমার মরা চাষিদের বেচে দাও”, আমি কেমন যেন ঘাবড়ে গেলাম। আমার ভিতরটা টুটে- ফুটে বেরিয়ে যাবে, মনে হচ্ছিল। হে মহামহিম, আমরা যে কী আত্মা কাটা বন্ধু ছিলাম, আপনি ভাবতেই পারবেন না। আপনাকে কীভাবে যে তা বোঝাই…! আঃ, ধরুন আপনি বলছেন অর্থাৎ এখানে আমি আপনার সামনে খাড়িয়ে আর আপনি বলছেন, “নজদ্রেভ, পবিত্র বাইবেলের নামে শপথ করে বলো, তোমার কাছে বেশি প্রিয় কে? তোমার রক্তসম্পর্কের বাবা না এই চিচিকভ?” আমি চটপট বলব, “ চিচি। একেবারে ঈশ্বরের দিব্যি…” চিচি, আমাকে একটিবার ছোট্ট চুমু খেতে দাও… তুমি একদম না করতে পারবে না, হে মহামহিম, আমার কাছে ওকে একটি ছোট্ট চুমু দেবার অর্থ… না না,চিচি, এখন আর কোনও ঝগড়া নয়… তোমার ওই বরফ শাদা গালে একটিমাত্র চুমু খেতে দাও, প্লিজ…
( নজদ্রেভের কাছ থেকে সবাই সরে যায়। চিচিকভ উঠে দাঁড়ায়, ওর গোলমুখ লাল। নজদ্রেভ ওকে জড়িয়ে ধরতে গেলে সেও বুকে আঘাত করে। নজদ্রেভ পিছিয়ে যায়)
নজদ্রেভ : একটিমাত্র চুমু। ( গভর্নরের মেয়ে চিৎকার করে ওঠে। চিচিকভের বদলে তাকে জড়িয়ে ধরে চুমু খায় নজদ্রেভ। মেয়েটা মড়াকান্নার ঢঙে চেঁচিয়ে ওঠে। চারদিকে শোরগোল পড়ে যায়। সবাই উঠে পড়ে)
গভর্নর : মাত্রাছাড়া হয়ে গেছে ও। ওকে বাইরে নিয়ে যাও। ওর শ্যালক মিঝুয়েভকেও না হলে চলবে আমাদের। যত্তোসব! ( চাকর-বাকর এসে দুজনকেই বের করে দেয়)
নজদ্রেভ : (বাইরে থেকে হুঙ্কার ছাড়ে) ও আমার শ্যালক, মিঝুয়েভ।
( এরপর গভর্নর আরও গানবাজনার জন্য ইশারা করেন। কনসার্ট শুরু হলেও মাঝপথে কেন যেন থেমে যায়)
গভর্নর : ( মেয়েকে, মোলায়েম স্বরে) ওসব গায়ে মেখো না। ও মাতাল হয়েছে আর মিথ্যেবাদীও বটে।
( গভর্নর, ওঁর স্ত্রী, পোস্টমাস্টার - সবাই চিচিকভকে সান্ত্বনা দেয়, এরমধ্যেই দৃশ্য - বদল হয়)
করোবোচকা : ( দেহে ক্রশ এঁকে) এখন ওরা মৃত আত্মাসব কিনতে লেগেছে। দামটা যাচাই করে দেখতে হবে। ওহো! খুব সস্তায় বেচে দিয়েছি গো…!